০৯ জুলাই ২০২০, ০১:২২ পিএম
প্রতারণা করেই কয়েকশ’ কোটি টাকার মালিক বনেছেন রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ সাহেদ। মিথ্যা আর প্রতারণাই যেন ছিলো তার ধ্যান-জ্ঞান। এখন পর্যন্ত তার বিরুদ্ধে পাওয়ার ৩২টি মামলার বেশিরভাগই প্রতারণার। এমএলএম, হাসপাতাল, শিক্ষা, গণমাধ্যম, হোটেল- সব ক্ষেত্রেই বিছানো ছিলো প্রতারণার জাল। সাতক্ষীরার নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই সাহেদ মানুষকে ফাঁদে ফেলেই অল্পদিনে বনে যান কোটিপতি। প্রবাসে আয় করা সমস্ত অর্থ দিয়ে ২০১১ সালে রাজধানীর উত্তরায় ‘ম্যানিলা আবাসিক হোটেল’ করেছিলেন, আনোয়ার হোসেন। ব্যবসার পরিধি বাড়াতে ২০১৯ সালে অংশীদার হিসেবে নেন রিজেন্ট গ্রুপকে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |